আরও একবার আমি এলোমেলো হাঁটি
তোমার গোপন সরোবরে,
আরও একবার চুমু খাই
তোমায় ভেতর থেকে
আরও একবার তোমার প্রতিধ্বনিময় দেহ ছুঁয়ে
আওয়াজ তোলে আমারই আওয়াজ!


ধীরে ধীরে,
ভালোবাসায় ভিজে বাসনার উত্তাপ ছড়ায়
মধুর মাংস
চুপে চুপে
তোমার গোপনীয়তায় আমার দেহের
একটি স্বচ্ছ টংকার
খুলতে থাকে খুলতে থাকে...
লুকোনো চামড়া!


অন্ধকারময় অমৃত
তোমার সিল্কভরা ছিদ্রময় মাংস মুহূর্ত
শাদা উষ্ণতায় জেগে ওঠা আগুন জড়িয়ে
আমি আসতে থাকি আসতে থাকি...
তোমার ভেতরে!


বিষণ্ণ অস্থি ওমভরা হাত দ্যুতিময় সোনালী বৃত্তযুগল
ঘূর্ণির মতো উরু রেশমী বিনম্র উত্তপ্ত নগ্ন প্রান্ত স্পর্শ করে
তোমার সমস্ত গভীরতম প্রবহে
আমি ভাসতে থাকি ভাসতে থাকি...
জ্বলে ওঠা বাৎসায়নে!


চিরায়ত প্রেমের খেলায়
তোমার শীত-শীত চুলকে আচ্ছন্ন করতে করতে
মৌ মৌ জাগিয়ে তোমার আধো মুখ
তাজা গোলাপের চিবুক ছুঁয়ে
যেতে থাকি যেতে থাকি
আদিম বিনীত প্রবেশ-পথে!


অগ্ন্যুৎসবের  ক্ষিপ্র সঙ্গমে
প্রেম নিজেকে
খুলতে থাকে খুলতে থাকে
পরিপূর্ণ কামস্রোতে
বিস্তীর্ণ আলোকসম্পাতের মতো
উভয়ে উভয়কে!


তুমি শুয়ে থাকো কক্ষের ছায়ায়
সমস্ত শীৎকার শেষে
আধো ঘুমের অতল থেকে
তোমার নরম দেহের কিনারায়
নিঃশব্দ সঙ্গীতময় প্রাঞ্জল উষ্ণতায়
হলুদ সন্ধ্যার ইতি টানি!


আকাশের পিপাসায় ঝাঁঝালো আগুনের মতো
দারুণ নগ্নতায়
ভালোবাসায় ভালোবাসায়
মগ্ন থাকি মগ্ন থাকি...
তোমার ভেতরে আমি!


এবং বাস করি।
-স্বপ্নময় স্বপন©