সময় পোড়া বাতিঘর
আগামীর স্বপ্নে বিভোর
কুক্কুর-সভ্যতা রুখে
দীপহীন অন্ধকার ঘরে
একা একা


অতৃপ্ত কোলাহলে
সর্বগ্রাসী  থাবা ধ’রে  
মোরগ লাফিয়ে নামলে,
লেকে-পার্কে  নীল জানালার পাটাতনে
নগ্ন রূপসী আসকালসন্ধ্যা
নৃত্যে খুলে-দেয়
স্তনের গম্বুজ  কাঁচা আমের মাংস
নিজের আগুনে জ্বালা!


মেদিনী একটি বাঁধাকপি : পাতাগুলি খুলে নিলে
পাওয়া যাবে না তাকে
চুরমার ভিতরের বিশ্বাস : শতকের রাঙা অভিশাপ


পঞ্চচক্রাবদ্ধ জীবন
লোলুপ জিহ্বায়
চন্দ্র-বালিকাদের  রৌদ্রস্নাত উত্তাপ!


তৃণশীর্ষে শুয়ে
ধবল প্রাসাদ বিশদ বিড়াল
ডালিমের দানা জিভের ডগায়!


মরণের গাঙচিল
শরীরে শ্যাওলা নিয়ে
প’ড়ে থাকে
সবুজ চাঁদের নিচে
নীল শূন্যের আরক্ত চাকায়!
-স্বপ্নময় স্বপন©