ভেসে গেল শূন্যতার পানে
ভেসে গেল আপন মৃত্যুতে
নিখিল নৈ:শব্দে আর গোঙানির শুষ্ক কণ্ঠে
একটি নিহত নক্ষত্র!


সবুজ জলাশয়ে অশ্রুদের
অলস হাঁটাহাঁটি
শব্দহীন জোড়া ঠোঁটের খিস্তিতে-খিস্তিতে
বিবসনা নোংরা হেমস্তন
ঈশ্বরের প্রতিশ্রুতিজাত
ঢেউয়ে ঢেউয়ে অবারিত
জল ধুয়ে গেল বৃষ্টিঘোরে
অভিভূত প্রত্যাশায়
আর্দ্র যতো সড়কের পরে!


লম্বিত গভীর হলে, না-দেখা গহ্বর
পথ ক’রে দিতে পারে
উৎফুল্ল আশায় আবার!


জলবায়ু বিচারে
কালের সূচনা যদি হতো পুনর্বার!
-স্বপ্নময় স্বপন©