নিজের কাছে নিজেরই বিস্ময়
বুকের মাঝে কালো কালো ধোঁয়া,
শরীর জুড়ে শুধুই অবক্ষয়
পোড়া পিচের গন্ধ
ভাঙন ভাঙন উন্মাদনা
জীবন অন্ধকারে অন্ধ!


পৃথিবীর উত্তরের শেষতম বিন্দুর
সৃজ্য চরিত্ররা পরাজিত
সৃষ্টিকর্তার সৃষ্ট বান্দাদের
নিপুণ অভিনয়শৈলিতে
শিখে নিই জীবনের পাঠ!
কয়েকটি ক্ষোভ-সংক্ষুদ্ধ বাক্য
একান্ত নৈঃশব্দের ভিতর!


ঘুমঘোরে কান্নার জলপ্রপাত প্রবহমান
পাথর ঘষে ঘষে পাখিদের আর্তনাদ
নব্যদম্পত্তির শোবার ঘরে ঢুকে পড়ে!
শহরবন্ধী মেঘের ডাকবক্সে জমা হয়
ঘাসফড়িংদের মৃত্যুর খবর!
মাথা ঠুকে কাঁদে ধুসর ঘাসফুল!
নিঃশ্বাসের ভিতর হরিণঘাটা শীতদুপুর


দীর্ঘ রাতের বিদীর্ণ আর্দ্রতায়
কামরাঙ্গাদের চোখে পাথর জমে!
ভাববাদিতার অন্ধকারে
কফিন ছুঁয়ে সবুজের কান্না
নিজেদের নাম জানে না বলে!
-স্বপ্নময় স্বপন©