চুমু চাঁদও গলে জলের ভেতর
বাড়ে মাছের পিপাসা
দ্যাশে অকাল সন্ধ্যা
অর্থনীতি দারুণ মন্দা!
পুজিবাদের ভূমি বন্ধ্যা!
বর্ণে-শব্দে-ভাষায়  
মৃত্যুন্মুখ জীবন বিলাসীতা
কবিতা জন্ম নেবে বলে


বেহাতি সুখ রোদে ভিজে
ধূলিধূসরিত
আকাশের ঠোটে অনন্য দর্পণে
দর্শনের অপেক্ষা বিম্বিত!
প্রেমবন্ধ্যা অনুভুতির অবৈধ মিছিল
স্বপ্নের বন্ধ্যা বীজ
খুলে রেখ দরজা-জানালা
অবরুদ্ধ কন্ঠস্বর রক্তের স্রোতে
আবার সে যদি আসে...
- স্বপ্নময় স্বপন©