এক টুকরো স্মৃতি
অনাদরে বেড়ে ওঠা
বন্য ফুলের কথোপকথন
অপেক্ষায় ক্লান্ত হয়ে
ঝরে গ্যাছে কোন এক ভোরে!


নৈরঞ্জনা
ঐ গল্পটা শুনেছ?
ঘাসের ঘরে রাতের অন্ধকার
কাঁচের টুকরো দিয়ে পাতে ফাঁদ!


নৈরঞ্জনা
কখনো দেখেছো এমন অদ্ভুত কিছু?
নক্ষত্রলোকে কিছুক্ষন
মৃতদের সাথে মৃত্যুর দেখা
সূর্যের আঘাতে বিস্ময়যাতনা
পূর্ণিমা থেকে অমা
অন্ধের দেখার হঠাৎ সাধ!


নৈরঞ্জনা
এত জন্ম ছিলো না
এত যৌবন ছিলো না
এত একাকীত্ব ছিলো না
এত জরা ছিলো না
এত স্বর্গ ছিলো না
এত নরক ছিলো না!


যেমন এখন আছে
তাড়না তাড়না তাড়না
বিশ্বের শুধু সারাবেলা মৈথুন
উত্তল ঠোঁটে নিশীথের কম্পন
ঘাসের শরীরে শুয়ে
ভালোবাসা হাঁসের সঙ্গম!
-স্বপ্নময় স্বপন©