রক্তকরবীর বিমূর্ত বাতিঘরে
উল্টা পথে হাঁটে নিরক্ত করবী
সবুজ ক্যানভাসে!


জোড়া-জোড়া বিচ্ছুরিত ফোয়ারা
জানালা দিয়ে রক্তভয়ের কাঁচুলি ফেলে
অতিকায় নক্ষত্রের মতো অনাব্য স্ত্রীর ক্লেশনাশন!


আয়ুতে আনন্দ
রক্তকরবী কলমে অশ্রু বিন্দু
সংসার যাপনে প্রেম পদাবলী
দু'চোখ মুদিত কাকযৌবন!


দীপ্তিময়ী লগ্নগুলো ধূসর স্মৃতির অনলে পুড়ে
আঙ্গুল কথক
সময় গলে গলে সবুজ প্রণয়ে  মুগ্ধতা!


মেঘজল ভেঙ্গে
সারিবদ্ধ রমনীয় আঁচল আর ভাঁজ
রাজার উঠোনে বিড়ালদের জট
আজ্ঞাবহ রাজসামগ্রী
দেশাচার আল্পনায় ঘোলাটে রোদ্দুরে
পড়ে থাকে অহোরাত্রি!


সমস্ত স্তনের মোহ থেকে মুক্তি খোঁজে
মধ্যিখানের পা!
-স্বপ্নময় স্বপন©