হে উর্বশীগণ!
একবার স্নান দ্যাখাও
নক্ষত্রমালার ভাঁজে ভাঁজে  
যত চাষবাস যৌবনবতী ক্ষেতে
তুমিই শিখিয়ে দাও...


কিছু কিছু ক্ষেত্রে
বিশ্বাস স্থাপন জরুরি
একের প্রতি অন্যের
সহ্য করে অস্তিত্ব সঙ্কটের...


শরীর না মন? শৃঙ্গার না কাম?
সমকালচ্যুত স্বপ্ন সন্তোষ
এঁটো কিছু ভাবতে অদোষ
তোমার চাঁদগন্ধ নাভীমূলে উন্মত্ত মধ্যরাত
একটি সংক্ষিপ্ত সঙ্গমঘ্রান!
কর্কট আঙ্গুলে স্নায়ু সুখ
ওষ্ঠাধরে নিঃসঙ্গ অন্ধকার
লাল লবঙ্গে স্মৃতিভূক দাউ দাউ যুগলপ্রাণ!


বালিকা তোমার রস এখনো অটুটই
ঠিকভাবে চাষাবাদ করতে জানি ঠিকই
গাঢ় ঘুমে আচ্ছাদিত তাবৎ নৈঃশব্দ্যের ভেতর
সামুদ্রিক বিভ্রম স্বপ্নাবিষ্ট হয়ে চার চাঁদে
মন দিব্য কুঠার ঘরে!


অন্ধ-নক্ষত্র প্রভা নাব্য গ্রীবারেখা
সোমত্ত চুচুকের কথকতা
পুরুষ-আঙ্গুলগুলোর উথালপাথাল শুয়ে থাকা!


অশ্রু দানার তাড়িত রক্তাভ মেঘদল
ভাসিয়ে দেয় অন্ধকারের চিৎকার
অনন্ত রাতে আগুন খেয়ায়
মহাবিশ্ব অমিয় বানীতে ছড়ায়
অভ্রভেদী কামনার শীৎকার!


মাঝবয়সী রোদ ছিঁড়ে রাত হাতবদল
সভ্যতার পর সভ্যতা ছুঁড়ে
নাগিনীদের জ্বর সারি সারি হাঁটুর
খালি বিলবোর্ডে মুখোশগুলোর জবরদখল
বিম্ববতীদের ধ্রুপদী  বনাঞ্চলের নোনতা স্বাদ
ঝিঁঝিঁ পোকার বাগানে বিচ্ছিন্ন আশাবাদ!


পাখায় ভালোবাসা সর্বনাশা
চেহারা হারিয়ে বিজ্ঞাপন বুদ্ধি
ভন্ডামির জ্যামে নিরাপদ উঠোন পর্ব!
দুপুরের কোরাসে আগামী ভোর
আরামদায়ক সন্ধ্যায়
জলচুবানো যুবতী গালে
অচিন হাওয়ায় স্বপ্নময় পাখী পর্ব!


বিকৃত মন, বিকৃত ইচ্ছা অহমের উল্লাস!
ভালোবাসা কেবলই বিপথগামী...
-স্বপ্নময় স্বপন©