(৪৫)
প্রতিটি শব্দই আমার নৈঃশব্দের ব্যঞ্জনা
প্রতিটি নৃত্যই  আমাদের অব্যক্ত কল্পনা
প্রতিটি সূর্যাস্তই আমাদের তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন
দেখা হয়নি জীবনের হেঁয়ালি  কার্যদিবসে
তুলে রেখেছি সযত্নে অনূঢ়া অধরের চুম্বনে
এইসব এবং তোমায় তুলব বৃষ্টির নৌকায়
আমার বিষাদ নীল উদ্দেশ্যহীন যাত্রায়... -  স্বপ্নময় স্বপন


                   (৪৬)
“অন্তঃপুরে যেথা তোমারই অনুরূপ মেঘেরা
স্বপ্নের অঙ্কুর উপহার দেয় কফির কাপে
সন্ধ্যেগুলো ঢেকেছে, বিষমখাওয়া কুয়াশার ছাই
জ্বরের মত সুন্দর তোমার উষ্ণতা চাই।“
              (৪৭)
"মুষল ধারে বৃষ্টি হবে চঞ্চল রাস্তায়
দাঁড়িয়ে রইলাম, বৃষ্টি আসবে বলে
এল, ঝুম বৃষ্টিতে বুকের আঁচল উড়িয়ে দিল
সিগারেট ফুঁকতে ফুঁকতে অবিরত পারিনি
আমি ভিজতে সম্পর্কের অনুভূমিক তলে
"রাত এলে হাতছানি-তোমার দেহঘন সুন্দর উষ্ণতা চাই
অরুচি ঠোঁট ভেতর ভেতর ক্লান্ত তবু চুম্বনে ক্লান্তি নেই …
             (৪৮)
“মেঘ তুমি কিশোরীর ভাষা আদিম বুনো উদ্দীপনা
ভালোবাসার প্রতি ভাঁজে ভাঁজে আদরে গা ভেজাও
কৃষ্ণ রাতের হাওয়ায় সুপ্তদৃষ্টির একরাশ বৃষ্টি ঝরাও
আমার অন্ধকারে আঁকো মোহিনীজ্যোৎস্নার আলপনা”