রাতগুলো স্বপ্ন দেখে না ব্যস্ত শহরে নির্মোহ ঘুমপোড়া চোখে
বিষাদনিশি জলের পদ্য খোঁজে নিষিদ্ধ অভিমানের নীল জামায়
জল পেয়ালায় অনুভবহীন সময় বোনে বসন্ত নত্রর আলিঙ্গনে
বিনিদ্র প্রেমের স্বাদ নৈঃশব্দের তুমুল বর্ষণে জল-সংসার সাজায়
ভবঘুরে মেেঘর অন্তরালে লোভাতুর আকর্ষণে বোধের অবক্ষয়  
যমুনার প্রেমবানে বেদনার অতলে ঈশ্বরের ভরাডুবিতে বিপন্ন প্রকৃতি
মধ্যরাতে বিরহী জলের গ্লাসে গলে যায় বৃংহিত শূন্যতার বিকলাঙ্গ পৃথিবী
জলজ আত্মা জলন্ত জগতে বিহরণ করে স্বপ্নমরু,বৃষ্টির অপেক্ষায়
প্রমুদিত আষাঢ় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে ঝর্ণার জলবিম্বিত সিঁড়িপথে
উচ্ছাসের নদীতে নৈ:শব্দের বিষন্ন ছায়া ভাসে স্বপ্নের মরুভুমিতে
প্রেমহীন অন্ধকারে অরণ্যের মাদকতা অশ্রুজলে হয়েছে অন্তর্ধান
হৃদপত্রে প্রতারিত শ্রাবণের জলোচ্ছ্বাসে প্রব্রজিত আবেগী দর্শন
জ্যোৎস্নাধোয়া শব্দফলের বৃষ্টি সোমত্ত রাত্রির অন্ত:পুরে  প্রবহমান
আজন্ম আতঙ্কে নির্ঘুম সময় অস্থির যন্ত্রনার বৃষ্টিতে ভিজতে ভিজতে
নীল কষ্টের উন্মত্ত রূপের অঝোর ধারায় আরো গভীর হয় বিস্রংসী বিষাদের চোরাবালি
অর্থহীন ভালোবাসার সফেন সমুদ্রে দিকবিভ্রম ভেসে চলে জলমগ্ন বিরহের জললিপি।  
                        -স্বপ্নময় স্বপন