বেড়েই চলেছে নিষ্ঠুরতা দুঃস্বপ্ন খাঁ  খাঁ  শূন্যতা
বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত মানুষের ঢল দৈন্যতা
বেড়েই চলেছে সৃষ্টি অবসাদ অপমৃত্যু নিঃসঙ্গতা
বেড়েই চলেছে শৃঙ্খল দাবানল ঝাঁঝালো মত্ততা
বেড়েই চলেছে ঝাঁঝালো বাতাস বৈশ্বিক উষ্ণতা
বেড়েই চলেছে অনাবৃষ্টি খরাবৃষ্টি যান্ত্রিক গতিময়তা
বেড়েই চলেছে বেগ আবেগ ভাবাবেগ পরনির্ভরতা
বেড়েই চলেছে ব্যাঙাচির জীবনচক্রে ধূসরধুলোময়তা
বেড়েই চলেছে বাষ্পভুত আত্মার সাথে ধ্বংসকামীদের সখ্যতা
বেড়েই চলেছে প্লাবন ঝড় ঘূর্ণি জলোচ্ছাস নৈঃশব্দের মগ্নতা
বেড়েই চলেছে মরুভুমি অনাহারী স্বপ্নশব ক্ষতবিক্ষত মৌনতা
বেড়েই চলেছে কাম ক্রোধ লোভ ক্ষোভ মোহ মাৎসর্য ক্রুরতা
বেড়েই চলেছে কানাকানি হানাহানি লুটতরাজ অবাধ যৌনতা
বেড়েই চলেছে কলঙ্ক বিরহ বিবাদ বিসম্বাদ ধর্ষিত কাম্য সততা
বেড়েই চলেছে অবজ্ঞা অবহেলা জুয়াচুরি লাম্পট্য প্রেমেরনিরর্থকতা
বেড়েই চলেছে বিভাজন সর্বহারা সংশয় হিংসা দ্বেষ বিদ্বেষ মূর্খতা
বেড়েই চলেছে ভয় আতঙ্ক জলাতঙ্ক মহামারী ছত্রেছত্রেসময়হীনতা
বেড়েই চলেছে দহন দাহে নষ্ট জন্ম পিতাহীন জননীর লজ্জা নিস্তব্ধতা
বেড়েই চলেছে এলোমেলো কল্পনা কুয়াশার পাঁজরে সময়ের অস্থিরতা
বেড়েই চলেছে অন্ধকারে লালসার তোড়ে রক্তবর্ণ বাতাসের ভৌতিকতা
বেড়েই চলেছে বিন্যস্ত শক্তির মাদকতা, মান অভিমান অপমানের অর্ঘ্য
আর এভাবেই ধ্রুপদী  জলরাত্রির গহীনে  জীবনকে স্মরণ করতে  করতে
বেহুদা সভ্যতার  শিল্পিত ভবিতব্যের কাকস্য পরিবেদনা শুনতে শুনতে
তুমি আমি আমরা সবাই লালসার ক্ষিপ্ত ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছি
যেথায় অমাবস্যার রমণীয় সম্মোহনে কৃষ্ণরাতের নীল দংশনে ধ্বংস অনিবার্য্য।
                                                        স্বপ্নময় স্বপন