আমার দিনলিপি জুড়ে শুধু ফেলা আসা স্বপ্ন অভিমান
কুরে কুরে খাচ্ছে না পাওয়ার কষ্ট বিষণ্ণ জ্যোৎস্নার আহ্বান
বুকের গহীনে আগ্নেয়গিরির বিস্ফোরণ নিঃশ্বাসের লাভা ভেসে চলে    
দমকা হাওয়ায় বৃষ্টির সম্ভাবনায় প্রেমহীন অন্ধকারে প্রতি পলে পলে
জলমগ্ন দিনে পরিভ্রমণ শেষে দুঃখের মেঘমালা হয়ে আঁখিপল্লবে ঝরে
নৈঃশব্দের দহন নীল খাম কবিতা জলশূন্য নিথর দীঘি অচল ঘাট
রাজপথে সূর্যের ঢেউ ভেঙে অলস গোধূলি লগ্নে আমার সাথে কথা বলে
একলা পথে একমাত্র সঙ্গী স্মৃতির নির্জন দুপুর ক্লান্তিহীন বিবর্ণ অবসাদ
হৃদয়ের অন্তঃপুরে বিষাদের বুদ বুদ খেলা করে অনন্ত প্রতীক্ষার হাঁটুজলে
বিরহসমুদ্রের অরূপ ব্যকরণপদে সহবাসের অভীপ্সায় জলবন্দী বাতিঘরে
নেশার পেয়ালায় চুমুক দিয়ে ঘাসেরা ধীর পায়ে আসে তোমারঅভিসারে
বিরল অন্ধকারে আদিম স্রোতরসে অর্থহীন প্রেম হাবুডুবু খায়অতি নীরবে
গোধূলি সন্ধ্যায় অজস্র তপ্ত দীর্ঘশ্বাস ঘুরে ফিরে বেড়ায় বিকলাঙ্গ অনুভবে
নির্ঘুমচোখে শূন্যঘরে  আমি একাকীত্বে পুড়তে থাকি জলবন্দী ঘেরাটোপে।                                                                                     - স্বপ্নময় স্বপন