মুষলধারে বৃষ্টি হবে মেঘমেদুর আকাশ শ্যামাচ্ছন্ন
সন্ধ্যেগুলো মেঘ কুয়াশায় ধোঁয়ার অনুকারে তন্দ্রাচ্ছন্ন
বিষম খেতে খেতে ঈশান কোণে রাত ধীর লয়ে পুঞ্জীভুত
আমার রন্ধ্রে রন্ধ্রে শাশ্বত অর্কেস্ট্রার আদিম উদ্দীপনা
বৃষ্টির অক্ষরে ঝরে পড়ার আশায় অপেক্ষমাণ পরিকল্পনা
মুষলধারে বৃষ্টি হবে তাই বনতরুদের মর্ম পথ দেখাবে
শহরের ব্যস্ত রাজপথে তপ্ত দীর্ঘশ্বাস আদরে গা ভেজাবে
প্রেম চুমু দিতে উদ্যত অর্থহীন অন্ধকারে প্রতীক্ষার স্রোতরসে
স্নানহীন অবসন্ন ঠোঁট তবু অবিরাম চুম্বনে হয় না কখনো ক্লান্ত
বিষণ্ণতায় ঘনীভূত মেঘের সঘন গর্জনে কম্পিত যৌনতার হাতছানি
মোজার্ট কফির কাপে ধোঁয়া তুলে তনুকার গানে করে দাপাদাপি
ভীষন এলোমেলো দমকা হাওয়ায় বুদ বুদ হয়ে ভাসমান বোঁদেলেয়ার
এলেবেলে বৃষ্টিতে উদভ্রান্ত বেথোফেন ধবসে পড়ে শেয়ার বাজার
মূল্যস্ফীতির আধেক নীতি গিলে খায় বোঁদেলেয়ারের অসমাপ্ত কবিতা
দ্রব্যমুল্যের টানাহেঁচড়ায়  ছিঁড়ে যায় অবসাদে ক্লান্ত আধেক পাতা
মেঘ বালিকার নগ্ন সাজে হরেক রকম ভাষা জাগে
কষ্ট হৃদে ঝর্না নামে আঁধার এসে দেয় যে ছুঁয়ে কবিকে
মুষল ধারে ঝরার নেশায় নির্লিপ্ত বোঁদেলেয়ার আর তার অসমাপ্ত
আধখানা পাতা নারীর উষ্ণতা খুঁজতে খুঁজতে সেঁটে থাকে উড়ন্ত আঁচলে
ভেজানোর আশায় ঘুনেধরা সমাজের দূষিত চিত্রাবলী যমুনার নীলে
প্রতীক্ষায় অধীর অনাদিকাল ধরে মুষল ধারে আজ বৃষ্টি হবে বলে।
ঝুম বৃষ্টি নামবে বলে বিসমিল্লাহ খাঁর সানাইয়ের সকরুণ সুরে
বোঁদেলেয়ার - আত্মতৃপ্তির টক ঢেঁকুর তোলে, আধখানা পাতা
সদ্য শঙ্কায় স্বজলকণিকার প্রেমে থির থির কাঁপে  পৃথিবী থেকে দূরে।
                                                   স্বপ্নময় স্বপন©