ছায়াতে কায়াতে অশরীরী মায়াতে
থেকেও না থেকে ছুঁয়েও না ছুঁয়ে
আদি অন্তে সুদূর দিগন্তে
তিয়াসী পিয়াসী জলরাশি প্রান্তে
হতে ক্ষতে দুঃখ শোকে নিমগ্ন একান্তে
বিলাসী অভিলাষে ধূধূ পথ প্রান্তরে
নদী মাঠ ঘাট মান অভিমান কলঙ্ক বিরাট
নৈঃশব্দের রাত আদ্যপান্ত বিষাদ অবসাদ
কুহকী বসন্ত প্রতারিত চৈত্রের সোনালী ভোরে
ভূখণ্ডের প্রভু রক্তচক্ষু অন্ধ বধির জারজ সমাজ রুদ্ধ দ্বারে
বিপন্ন প্রকৃতি শূন্য দৃষ্টি বিভাজিত বোধ অবোধের সমান্তরালে
ক্ষয়ে অবক্ষয়ে প্রেমে অপ্রেমে ভাঙনের তোপে আবছায়া হয়ে
পাপে পুণ্যে ক্ষোভে তাপে লয়ে প্রকাশে অপ্রকাশে প্রগাঢ় অন্ধকারে
স্মরণে বিস্মরণে শোভন অশোভন মূর্ত বিমূর্ত অদম্য দেহ অভিসারে
নিঃস্ব ভস্ম রিক্ত মুক্ত সিক্ত নিষিক্ত ভেজা শুকনো কামে ঘামে স্বপ্ন বিভোরে
গোলক ভূলোক গগন পবন অমিয় গরল জন্ম মৃত্যু শ্বাস দীর্ঘশ্বাসে
জনে নিরজনে চোখে অন্তরে মন মননে সভ্য অসভ্য উড়ন্ত আঁচলে
ঘুম নির্ঘুম একাকী দোসর বাসর  স্বপনে শয়নে আধো জাগরণে
সুজন কুজন দুর্জন নির্জন চঞ্চল প্রাঞ্জল ভীত কম্পিত গহীন গভীরে
হৃদে নীরবে অনিন্দ্য আবেশে বর্ণিল আড়ম্বরে অস্তিতের তপ্ত নিঃশ্বাসে
না থেকেও থাকে সে নিভৃতে বিনি সুতোর বিন্যস্ত বিন্যাসে বিমুগ্ধ সলজ্জ
সময়ে অসময়ে নীল ঘাসের বুননে ঠাসা হৃদপত্রে মোর অনঙ্গ আত্মজ।
                                                 - স্বপ্নময় স্বপন©