আমি খুব ক্লান্ত অবসন্ন এক জড় জীব
পথভ্রষ্ট পথিক পাথর চক্ষু সদাশিব
অক্ষিকোটরে খাবলেখুবলে গর্ত করে চলেছে
যৌন-অযৌন জননে জন্মানো একদল কীট
নিরুপায় বোধহীন যাপিত জীবনে
নির্বিবাদে নির্বিচার অনাচারে নির্বিকার
স্তব্ধ স্মৃতি লুপ্ত গীতি ঝাপসা দৃষ্টি
লয়ে ক্ষয়ে মূর্ত যৌবনে বিষবৃষ্টি  
সাদা কালো রঙিন আলো
মিলে মিশে রিক্ত কালো
স্মৃতিময়তায়  দগ্ধ স্বপ্ন  
নারীর শরীর কাঁচা নাভি
উরুর আগুন আলোড়িত যুগল স্তন
নিরামিষী যৌন মিলন আবেগ প্রবেগ
প্রতিবাদী আন্দোলন ঘট পাকিয়ে
জট বাধিয়ে পাথর আমার দুটি চোখে
এখন শুধু  মধ্য রাতের দুঃস্বপ্নের আস্তরণ
শেষ রাত্রির অশ্বারোহী দাপিয়ে বেড়াই
একই জায়গায় আমরণ।
                   - স্বপ্নময় স্বপন©