আজকাল প্রায়ঃশই মনে হয় দুই তিন বা আরও বেশী দিন ধরে
কিছু একটা ঘটবে আবার হয়ত কিছুই ঘটবে না
ধুলোময় গোলকের জালে উচ্ছাসের নদী বয়ে যাবে প্রসারিত দীর্ঘশ্বাসে
অথবা রঙিন স্বপ্ন নেশায় বুঁদ হয়ে পড়ে থাকবে শূন্য ঘরে একটানা
দুই তিন বা আরও বেশী দিন ধরে মনে হয় কিছু একটা ঘটবে অথবা
কিছুই ঘটবে না
ঘরশুন্য বিরহে একাকীত্বের মেঘ জমে বৃষ্টির সম্ভাবনায়
তবুও আকাশ ছুঁতে পারি না তৃষ্ণার্ত চেতনায়
ভবঘুরে মেঘ ভেঙ্গে দেয় কৃত্রিম অন্ধকারে কালের নির্ভরতা
স্বপ্নান্ধ চোখে নির্বাক প্রেমের সীমাহীন মুগ্ধতার ছোঁয়া
আভাস দেয় কিছু একটা ঘটবে নয়তো কিছুই ঘটবে না
হৃদয়ের অসীম ক্লান্তি শান্তির ঘুম প্রত্যাশা অবসাদ প্রতারণা
বিষাদময় শূন্য অনুভুতির নীল আগুনে নির্বাক শব্দের যন্ত্রণা
এসব কিছুই হয়ত ঘটবে আবার কিছুই ঘটবে না
দ্বিধা দ্বন্দের টানাপোড়নে জীবনের দিনলিপি অবজ্ঞায়
পিপাসার নূপুর ঝঙ্কারে যূথবদ্ধ সংশয়ের বৃষ্টির প্রার্থনা
কিছু কি ঘটবে নাকি কিছুই ঘটবে না
এলোমেলো ভাবনায় অস্থি মজ্জায় অভিমানে মনে হয় অবিরামভাবে
কিছুই হয়ত ঘটবে না নয়ত দ্রুতই কিছু একটা ঘটবে
শ্রাবণ গোধূলীতে বেদনাহত নক্ষত্রের মতো মনে দোটানা
দুই তিন বা আরও কিছু বেশী দিন ধরে মনে হচ্ছে কিছু একটা ঘটবে
নয়তো ঘটবে না।
             - স্বপ্নময় স্বপন©