অন্ধকার জলে জীবনকে স্মরণকরতে গিয়ে আমার হৃদয়ে মৃত্যু আসে
চারদিককার আবছায়া নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট নিস্তব্ধ পাহাড়ে
আত্মবোধের পৃষ্ঠদেশে নাক্ষত্রিক ক্ষতচিহ্ন প্রবহমান নির্বাক ধরায়
রোমাঞ্চিত সভ্যতার দগ্ধ ডানা আগুনে স্তম্ভিত প্রকাশ্য ঝর্ণায়
শৃঙ্গারের সংজ্ঞা শ্বাসকষ্ট ভোগায় তোমার সৃষ্টিতে শিল্পজাগ যজ্ঞে
জনশূন্য সায়াহ্নচ্ছায়ায় চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত
অবক্ষয়ের সংকীর্ণ ছায়াপথে ঝর্ণা জলে লুণ্ঠিত জীবনানন্দ অনিকেত
স্মৃতিবিজড়িত যন্ত্রণাক্ত অনেক আকাশ স্পর্শ করে আমার সমস্ত বোধ
ঢেলে দাও  তোমার অঙ্গুরী ক্ষরিত অমৃতরস  অরণ্যের  পূর্ণ পরিতোষ
কার্য নষ্টঊরুতে যৌবনের আগমনে শব্দস্রোতে ধাবমান চেতনার প্রজ্বলন
মেঘ বঞ্চিত চঞ্চল ছায়াতলে সুসংবদ্ধ আকাঙ্ক্ষার পঞ্জরে বিপাশামদির
নাগপাশ,
তোমার আমার মাঝে দাঁড়িয়ে-থাকা কুঞ্জলতায় শক্তিমদমত্ত
মহামান্যদের হাঁসফাঁস
উন্মাদ বস্তুভব দেখুক তোমার বিষমখাওয়া  ঠোঁটের ভেতর আমার
অসমাপ্ত চুম্বন
জন্মান্ধ রাত্রির অভ্রে ও আবীরে জ্যোৎস্না ও শুভঙ্কর মেঘের এই মরুভুমি
ব্যধিঘোর
উচ্ছৃঙ্খল আনন্দ - ভৈরবীর উদ্বেলিত দৃষ্টিসীমায় অন্ধকার মরুরাত্রির
আমি রাত্রিচর।
          - স্বপ্নময় স্বপন©