আজকাল কোন কিছুই করতে পারি না
উল্টোপথে হেঁটে যেতে যেতে হাড় ক্ষয়ে যাছে
দীর্ঘদিন ধরে বসে আছে অলস দুপুর তোমার প্রত্যাশায়
তুমি সব ছেড়ে চলে যাবার পর আলোহীন মৃত জোছনা
অনেকদিন দেখা হয় না নাগলিঙ্গমের তলে বিদগ্ধ সন্ধ্যা
আজকাল কোনকিছুই আর ভাবতে পারি না
ভাবতে গেলেই কপাল জুড়ে জমাট বাঁধে স্বেদবিন্দু
ভাবনায় ভাসে পুরোটা বিকেল নীল পদ্ম
আকাশ জুড়ে তুমি ঘাস চাপা কষ্ট সর্পগন্ধ্যা
তোমার নিজস্ব পুরুষ তোমায় দিয়েছে অনেক কিছু
দিতে দিতে নিঃস্ব হবে তবুও পারবে না যা দিয়েছি আমি
অনড় প্রেম বেহুদা কথা শেষ বিকেলের ঝুল বারান্দা হত স্বপ্নবাজি
আলো আঁধারীর নষ্ট খেলা, আকস্মিক অপেরন শৃঙ্গারের পুষ্পরাজি
চঞ্চলতার ডানায় চেপে অভিলষিত অপাংত্তেয় উষ্ণ মিলন
পারবে না মেখে দিতে পল্লবিত বাসনার অভীক বকুল গন্ধ
যেভাবে দিয়েছি তোমার প্রতিটি ভাঁজে  শিশিরের সূর্য চুম্বন
নাগর নাগর খেলা শেষে চোখের পাতায় অধর ছুঁয়ে গেলে চলে
বৃষ্টি ভেজা রাতের উজ্জলতায় অলীক নেশায় আমায় একা করে
একলা জাগার আদিম অন্ধকারে হাতড়ে ফেরে নীল যন্ত্রণার কবন্ধ
সঙ্গীহারা শেষ প্রহরের চড়ুইপাখির গানের তানে দুঃস্বপ্নের দহন হতে
ত্রাণের আশায় তুমি চলে যাওয়ার পর আর কিছুই করতে পারি না আমি। - স্বপ্নময় স্বপন©