(৫)
প্রয়োগকালের কথা ভুলে অনির্বাণ প্লাবনের স্রোতে
শরীরের তলে শরীর ঢুকে গেছে  উদোম সাগরে
জলের স্বাদ  জলে স্বাদু রস টানে নাতিশীতোষ্ণ মোম টুপটাপ
আমার দারুণ লোভ বাড়ে আমার খুব ভিতরে তুমি চুপচাপ
জরায়ুজমি লাঙল ফলার আভায় ভুল ঘরে ভুলে
কাটাকুটি খেলতে খেলতে নেচে উঠেছে মাদলে
দেখেছি শ্রাবণ উত্থান পতন কী ভীষণ ক্ষত দাঁত দিয়ে ছিঁড়ে
যাঞচা করতে পারি অন্য মেঘ নিঃশেষ মধু  ওম ওষ্ঠাধরে !
                                                       -স্বপ্নময় স্বপন©


                   (৬)
আমার এই নিঃস্ব জীবন ধানের কাছে থাকে নুয়ে
ইঁদারার মত নদীর ডুবজল কোনোদিন করিনি সঞ্চয়
স্পর্শাতীত সুখে মিথুনরত কবুতর  প্রয়োজনীয় সন্দেহে বাঁচে
কবিতা তো তোমারই মত পূর্ণস্তনী যুবতী রতির দরদে ভাসে
নাভী মূলে গুল্মের সানুদেশ শোনিতে সৌরভ অরণ্যের শীৎকার
মূঢ়মতি অক্ষর বৃত্তের বিমূর্ততায় প্রাচীনকাব্যে তোমার জঘন ঘেরা
কৌমুদী শাড়ীর তলে দিগন্তরেখা লাভাস্রোতে বিম্বিত মোমে মোড়া
শরীরের স্বসংবেদ খেলুড়ে শরীর দিয়ে  খুলে দিক অন্ধকারের ভাঁজ
দেহ ভাস্কর্যে আহা! সমুখে বিষাক্ত সাপ রেখে খালি হাতে খেলা পাপ!
                                                                 -স্বপ্নময় স্বপন©