(২)
সমুদ্র তরঙ্গে মেশে ক্রন্দন আর্তনাদ
মানব বিভাজন নিটোল প্রভাত
অন্তরের ঘৃতাহুতি হৃদ পোড়ে নির্জনে
পুড়ে যায় অন্ধপ্রেম মামুলী ফাল্গুনে
বিজয়ী মম সভ্যতার স্বপ্নীল স্লোগান
তোমার সঘন নীলে আজ আমার প্রস্থান
                              -স্বপ্নময় স্বপন©


(৪)
পর্ণমোচীর পাতার আড়ালে সূর্যাস্ত অতিধীর লয়ে হচ্ছে বিবস্ত্র
কুয়াশা জড়ানো সন্ধ্যারাত্র রঙিন ক্ষুধা আমার শোণিতে মেশালো
নগ্ন চামড়ার রন্ধ্রে  রন্ধ্রে শানিত হতে থাকে যাবতীয় অস্ত্র
চোখের লেন্সের মধ্যে জৈবিক বিক্রিয়া ঘটে অতঃপর ঝাঁঝালো
জন্মের জন্য যার কাছে মানব সভ্যতা ঋণী যুগে যুগে
যৌনতা তারে বলে বাতাসে বাঘের মতন ওঁত পেতে থাকে
সুতার বুননের মত লেগে থাকে অঙ্গদের খাঁজে খাঁজে ভাঁজে ভাঁজে
বহাল তবিয়তে চলে নিষিদ্ধ কবিতার সাথে তার সহবাস
তোমার  হাসির বেলাজ কামরতিতে ঘটে এক কবির সর্বনাশ
                                                         -স্বপ্নময় স্বপন©
(৮)
প্রচণ্ড একা বোধে তোমার আহবানে
ঘর থেকে দূরে উড্ডীন অভিসারে
কথা ছিল উদাসীন সঙ্গমে যাব ভেসে
পায়ে পড়ে থাক এলোমেলো চুল
ঠোঁটের কামড়ে ত্রিকোণের ভুল
অজ্ঞাতবাসিনী বলেছিলে অমৃত ছোবলে পারঙ্গম
তোমার ধরম কিম্পুরুষের সঙ্গে ঘটায় অফলা সঙ্গম।
                                              -স্বপ্নময় স্বপন©