“হৃদপত্রে মনসার বিষের বালি
  নখের ভিতর নিটোল দুপুর
  চুলে বাতাসের একটানা সুর
  রক্তে প্রেম চোখে অনিদ্রার কালি”।
                             - স্বপ্নময় স্বপন©



                    
আমাদের অজ্ঞাতসারে মৃত্তিকার নির্বাসনে
অর্বাচীন সমাজের সঙ্গম গণিকার সাথে গোপনে
স্বেচ্ছায় আবর্তিত অর্বাচীন  বিলাস পথের বান্ধব
লিথির সবুজ স্রোতবাহী  শিরাতে অবরুদ্ধ মূঢ় শব
উল্লোল মেলায় সঙ্গদাতার অপ্রতিভ নির্বাক প্রহসন
আনত ললাট থেকে চুমোয় শয্যা পাপে রুপান্তর
আলো থেকে অন্ধকারে নিস্তব্ধতার বধির প্রান্তর
লম্পটের ঈঙ্গিতে মোহন জঙ্ঘার দীপ্তিময় উন্মোচন।
                                               - স্বপ্নময় স্বপন©