Before I Started I would like to mention the history of One Line poem though you are aware of it already.
A monostich is a poem which consists of a single line. One Line poem is called 'monostich'.
Perhaps the first to re-introduce one line poems was Guillaume Apollinaire with his "Chantre" (1914). One line poems are not at all foreign to Western poetic tradition, also including therein some from Jerome Rothenberg's 'Technicians of the Sacred'(1969).
(REF: Breunig Leroy, 'Apollinaure and the Monostich', 'Roy Rogers' , New York House, 1974)


2. “কবিতার জন্মদাত্রী পুড়ে অঙ্গার  আর আমি কুলাঙ্গার”


3. “ প্রতিটি সূর্যাস্তই আমাদের তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন”


4. “অরুচি ঠোঁট ভেতর ভেতর ক্লান্ত তবু চুম্বনে ক্লান্তি নেই”


5.“তোমায় তুলবো বৃষ্টির নৌকায় আমার বিষাদ নীল উদ্দেশ্যহীন
যাত্রায়”
6. “তোমার ধরম কিম্পুরুষের সঙ্গে ঘটায় অফলা সঙ্গম।“


7. “বস্তুবোধ ভব দ্রোহ দাহে যাপিত জীবন বগলে বৃষকাষ্ঠ”


8. “স্পর্শাতীত সুখে মিথুনরত কবুতর  প্রয়োজনীয় সন্দেহে বাঁচে”


9.“কথা দিচ্ছি, মৃত্যুকে ফিরিয়ে দেব কষ্টের জলে ভিজিয়ে,তুমি
আবার এলে”


10. “বৃষ্টি হলেই মেঘে মেঘে জীবন যাপন”