১১। ঘাটে নোঙ্গর
    ঢেউয়ে দোলে তরী
     নির্বাক মাঝি


১২।   গৃহের বঁধু
     পুরুষের সেবায়
       বন্দী খাঁচায়


১৩।   নীল যৌবন
     মৃত্তিকার ত্রিকোণ
        রক্ত  তীলক


১৪। নৈঃশব্দ্য
     শব্দখোর রাত্রির
     ষোড়োশী চাঁদ


১৫।  এই শ্রাবণে
    তোমায়  নগ্ন করি
     কুঞ্জলতায়


১৬।  তুমি রেখেছো
      যক্ষের ভূমিকায়
      স্তন বরাদ্দ


১৭।    মাংসের স্তূপ
        সভ্যতার শ্লোগান
         কবির কষ্ট


১৮।  বেগুনি রশ্মি
        মহাকাল জানত
        অকাল মৃত্যু


১৯।    চুম্বন শিল্প
        অধরসঙ্গমের
        ফুল প্রতীক


২০।    উষ্ণ উরুর
       অনিবার্য সোপানে
        হত যৌবন
                  - স্বপ্নময় স্বপন©