(৩)
তুমি আকাশ হলে মেঘ হব
নদী হলে তরী হয়ে যাব ভেসে অজানা গন্তব্য
জ্যোৎস্না হলে ভুলে যাব সব মায়াজালে পরিপূর্ণ সন্তোষে
কাটতে কাটতে খোয়ালাম সব
তৃতীয় নেত্রে ত্র্যম্বক হাসে-স্বপ্নশব শূন্যতায় সহিষ্ণু পাই
চলো দু’চোখ যেদিকে ধায় দূরে কোথাও চলে যাই...  
                                                -স্বপ্নময় স্বপন©


(৭)
জগতে বসে জগতের  সংশয়সুর
জাল কিংবা পবিত্র ....বেদনা বিধুর
চক্ষু-সমাচার শৃঙ্খলিত মনুষ্যত্ব সমাজচিন্তন
বড় আকাল, চান্দেরী চালুনিতে ছাঁকন-পাতন
পাপের নেশায় শান্তিচুক্তি নিতান্তই অসহায়
আশ্চর্য হরিণ জেগে থাকে সর্প বিতানে
পাহাড়ের চূড়া ঘন শ্বাস ফেলে মেঘের লেহনে
তারপর  মেঘ পাহাড়ের সঙ্গমে নামে বৃষ্টি
যৌনতা কি জানিনা, জানি সঙ্গমে বিকশিত সৃষ্টি।
                                         -স্বপ্নময় স্বপন©


(৯)
ফিরে আসে আমার পুরনো কুয়াশায়
আমার  ছতরে রঙিন ক্ষুধার উদগম
সুর লৌহ পৃথ্বী সমুখে আদিম আগুন
তৃষিত ওষ্ঠে মাংসগোলাপ ছোঁয়ায়
চোরা কুঠুরির খোঁজ পেয়ে যায় মন
আবারো নগ্ন করে যৌবন জরদ গন্ধম।
                                 -স্বপ্নময় স্বপন©