”I wish a wish for you. The wish I wish for few. The wish I wish for you is that your all wishes come true so keep on wishing as my all wishes are with you. 'VERY HAPPY 'EID-UL-ADHA 'MUBARAK!!!!!!!!!!!!!!!"
"May ALLAH bless you all."
(যদিচ ছাই ভস্ম, তবু দিলুম এটাই হয়তো বা শেষ লেখা এখানে)
            
জলের রেখায়, ভ্রান্ত হয়ে নতুন মোহে বাষ্পশ্বাসে অস্তাচলে আমার
প্রতীক্ষা
নির্বাক উষ্ণতা আমার কষ্ট নিয়ে ঘাস কোলে চলে নিদ্রায় আলুলায়িত
কেশে
আমার জন্য কিশোরী মেঘেরা অদৃশ্য হয়েছে নীরব লয়ের স্তব্ধ বায়ে
গোপন কক্ষে
পৃষ্ঠার অক্ষর,তোমার শর্তহীন ভালোবাসা চেয়ে বিষ্ণুবৃক্ষ ক্যানভাসে
আঁকে চিত্রকল্প
আমার অলিখিত জীবন মৃত্যু চোখে চক্ষু রাখে!ক্ষয়িষ্ণু হাড় আর
কাদা আর্তনাদ করে
পতঙ্গের পুনর্বাসন হেঁটে যায় আমার ছায়াতে ধ্রুবতারার আমন্ত্রণে,
সূর্যের বিস্ময়েরও আগে
নীরবতার হৃদকমল নির্ঝরের জল হাটে পুড়ে রৌদ্রের ঠোঁটে চুমু খায়
একলা একা
ব্যর্থতায় নিত্য নিথর বধির অভিমান গঙ্গোত্রীর প্রবাহে পূর্ণিমার
আয়নায় অশ্রুর নোনা খায়
যন্ত্রনা উত্থিত কষ্টের থিরথিরে ওষ্ঠ পাঠ ক’রে শুনিয়েছে পূর্বপুরুষের
রক্তপাত বরণার জলকে
শ্বদন্তের বিষাক্ত কামড়ে অগাধ সলিলে, অবিরাম বৈঠা ঠেলে,মৃত্যুর
পারে ধর্ষিত হয়ে পড়ে আছি ক্ষতবিক্ষত
তোমার নীরব মায়ার মৈথুন বরে অনুক্ষণ নিপীড়ন—তীব্র বঞ্চনা
আমার রুধিরে প্রেম চুম্বন অণুরণন
সত্যিই কিছু নেই—সব চলে গেছে, লোভী চোখের পাহারায় কোনো
ন্যায়বিচার নেই কোনো পরিকল্পনা নেই—
ধনীদের মধ্যকার মুক্তবাণিজ্য ছাড়া শস্যরাঙানো মাটিতে শুকনো রক্ত প্রোথিত গোপনতা,
জলের ছবি,ছবির জল জলের হাতে রক্তপাত মাটিতে-কাগজে মনের
নকশায় ময়লা কপাল পায়ে-পায়ে কান্নার দাগ
অভিজ্ঞান জানো না!জলচক্রে ঘোরে বিশ্বচক্র। আমি সেই চক্রে
পরিয়ে দেই তীর্থ পরিধান বৃষ্টির মতো অবিরল।
ধ্রুপদী জলের  জ্যামিতিক রেখামাত্রা থেকে নিতে চেয়েছিলাম
আগুন-কিতাব জীবের-জীবনের আয়ুস্কাল
স্রোতে ভাসমান আদি মানুষের অন্তহীন মিছিলে মাটির যৌবন
ফসলের হাসি যার ওপরে মেঘদল জাগে
প্রাগৈতিহাসিক গন্ধ শুঁকে নিয়ে পথভোলা পর্ণমোচীর বুকে বজ্র আঁকি
ঝড়ের নিরুদ্দেশ যাত্রায় জলের ধারায়
তোমার এখন বেহাত বিপ্লব, আমার নিজের বুকে জখম, স্বৈরাচারী
বিলয়, ইচ্ছে হলে প্রাণের মাঠে ওড়াওড়ি
স্বৈরী পাপে পৌরুষ ঢঙ্গে সর্বনাশ আজন্ম জলে বাস,শেষ রাতে
নীলজলে আমি তোমার অন্তমিল খুঁজি..খুঁজি শুরু
আমার শঙ্খপাপ লেপটে থাকে গৃহস্থালী ভালোবাসার ঊর্বশী বুকে
আলগ্ন বিমূর্ত অঙ্গনে অনুরাগে অভিমানে ঘামে
হৃদয়ে হৃদয়ে যে সখ্যতা ঘামের তিক্ততায় রুক্ষ মননে মননে জমে
সন্দেহের বিষ জলের আস্তরণে
আমার জলের বয়ান ঘোরের বারান্দায় স্বপ্নের জরায়ুতে নিষিক্ত করি
স্বপ্নজলের ছিন্ন পালক নির্বাসিত শন্তুক
ব্যস্ত বিকেল! যান্ত্রিক ডানা ভাসাই ঘরমুখো দীর্ঘশ্বাসে শহরের
ডাস্টবিনে পোড়ে নীতিগ্রন্থ গৃহস্থালী বাষ্পে
রোদহীন বিষণ্ন সিলমোহর অলস শুয়ে থাকে  ডায়রীর নির্বাক পৃষ্ঠায়
গোধুলী আর চাঁদের ছায়ায় জলবিহনে
চন্দ্রাদিত্যের টানে পঞ্চাননের জলের পতন প্রাণীজ ডিমের খোসা
ছেড়ে আমার বুকে বিষকাঁটাদের নিয়তির ছোবল
ফুলেদের প্রস্ফুটন লৌহ-উদকময় অগভীর পারাবার আমার পেছনে
দৌড়ায় ভেতরের কষ্টটা জেগে ওঠে
নিশ্চুপ পৃথিবী, কখনো বহুরূপী কখনো রহস্যময়,এক জনশূন্য
নিঃস্বতা  বিষধর কালপণী সময়
হৃদপোড়ে সন্দেহাতীতভাবে!নিঃশ্বাসে বিশ্বাসে কুয়াশার জাল তবুও
ধুঁকেধুঁকে  শত কষ্টেও বেঁচে থাকা দারুণভাবে!
                                        - স্বপ্নময় স্বপন©