(১)
মৌল ব্যবধান ভালবেসে
উড়ালে যৌবন দ্বীপের উদ্দেশ্যে
নারী নত্রের নিমীলিত নীলা
না সে বৃক্ষ না সে শিলা
নারী শুধু চৈত্রের খাণ্ডব দাহন
সংগোপনে অগ্নির নিবিড় আলিঙ্গন
                     -স্বপ্নময় স্বপন©


(১০)
পূর্বপুরুষ হতাশ হবেন
পক্ক কদলীতে ফিদা দাড়িম্বদ্বয় খুলে
ক্ষমা করবেন
বোঝানো বৃথা, ভারি খিদে পায় তুমি এলে
গরম শরীরের  গা চুঁইয়ে আদর পড়ে
নেমন্তন্ন, এসো নিটোল নিতম্ব লাবণ্যে
বেশি পাপী মনে হলে খিস্তি খেউর দিয়েই
আনন্দমথন, স্বপ্ন, তোমাকে নিয়েই।
                               -স্বপ্নময় স্বপন©


(১১)
তোমার পূর্ণস্তন যেন অনুপ বুদবুদ
সিক্ত চরের গুল্মময় মাটিতে উদ্ভুত
আধো ভয় আধো লাজে কৌতূহলে
শিশির ঊষার তাপে প্রস্ফুটিত ধীরলয়ে
অব্যক্ত অপেক্ষায় স্ফীত গোলাপের সুবাসে
একা আমায় প্রেমের মর্মবেদনা জানায় পরমানন্দে
যেন দু’ফোঁটা অশ্রুজল অতৃপ্ত ভালোবাসা বিষণ্ণ বিষাদে
তবু জলের তুনের মতো ফের চাঁদ ওঠে ব্যস্ত জনপদে।
                                                    -স্বপ্নময় স্বপন©


(১২)
মোহন যৌবন বাক-বন্ধন বচনরচন অধরে অমৃত
অঙ্গীকার অস্বীকার নিজ পরিজন কুলকল্পে নিঃসৃত
নির্বাক্ ধরায় মূঢ় শব্দ কনার নৃতত্বের সন্ধান
সুগন্ধ শ্রাবণ মায়াবী ফলন কুলধর্ম পুনরুত্থান
কালস্রোতে সর্ষেভুতে ধাবমান চেতনার প্রজ্বলন
ভাষার অনুভব গভীর গ্রন্থি জন্মসূত্রে প্রজনন
বিষাদিত দ্রোহ দাহে যাপিত জীবন কন্ডুয়ন পৃষ্ঠ
বস্তুবোধ ভব অনল ভ্রম সঙ্গমদোষ বগলে বৃষকাষ্ঠ।
                                               -স্বপ্নময় স্বপন©