তুমি এস, কথা দিচ্ছি হেরে যাবার দুঃখ মুখোশধারীকে দেব বিলিয়ে
কথা দিচ্ছি,অজানা সব কষ্ট ছেড়ে দেব যেমন তেমন মুল্যে তুমি
এলে
তুমি এস,কথা দিচ্ছি অস্তিত্ব সংশয় চুমুকেই করে দেব নিঃশেষ তুমি
চাইলে
কথা দিচ্ছি, মৃত্যুকে ফিরিয়ে দেব কষ্টের জলে ভিজিয়ে,তুমি আবার
এলে
তুমিএস,কথা দিচ্ছি এনে দেব বৃষ্টিস্নাত দুপুর,ঠোঁটে স্বপ্ন প্রশ্ন জলবিম্ব
তুমি এস,কথাদিচ্ছি তোমার নিজস্বনবনীতত্রিভুজে টেনেদেবঅম্বুদলম্ব
কথা দিচ্ছি,তুমি আবার এলে খুলে নেব দমকাহাওয়া কাঁটাতারে বিদ্ধ
তুমি এস,কথা দিচ্ছি  আমি ঠিক হয়ে যাব নিপাতনে সিদ্ধ
তুমি এস,কথা দিচ্ছি এবার তোমার যুগলদাড়িম্বে ছড়াবো রক্তিম
আবীর আমার
তুমি এস,কথা দিচ্ছি পূর্ণিমার জলপ্রেমে ছুঁয়ে দেব বিনিপাত অশ্রু
অনূঢ়া বরষার
তুমি এস,কথা দিচ্ছি বিষাদের মৌসুমে তুলে নেব কাঁচের দেয়াল,
কাগুজে নৌকা
তুমি এস, ফিরে এলে কথা দিচ্ছি আবার নগ্ন হব ঠিক শিখে যাব খেল
এক্কা দোক্কা
তুমি এস,কথা দিচ্ছি  এবার আকাশ চুরি, কঙ্কাল কঙ্কাবতী শরীরে
নিবিড় হবে শরীরের ক্ষার
তুমি এস,কথা দিচ্ছি,কথা দিলাম, শ্বেতবিন্দু জলকণায়আপাদমস্তক
তোমায় ভেজাবো আবার।
                    - স্বপ্নময় স্বপন©