নিষ্কৃতি চাই আমার দুঃখের বিনিময়ে
হৃদের ক্ষত কান্না গাঢ় দেয়ালজুড়ে
শকুনের বীর্যে বিবস্ত্রা হয় মাংস জঘন
সবুজে কিংবা  নীল অন্ধকারে স্বপ্নের কাজল
আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটে
পথের পাশে শহরের পথে আলোর গোধুলিতে একা
অহংকার আর শক্তির দম্ভে বৃষ্টিতে ভিজতে থাকে
পূণ্য তীর্থে ভূধর প্রান্তর,পবিত্র ধরিত্রীর হোমানলে
নিশিদিন শীতের পার্কে মুদ্রাস্ফীতির সংগোপন আক্রমণে
শিল্পোত্তীর্ণ ভালোবাসার কোষে কোষে স্মৃতির ব্যারিকেড
ওষ্ঠপুটের অনেক পাখি শূন্যতাকে দেনার দায়ে মৃত্যুর গন্ধ দিয়েছে
বুকের ভিতরে নীল নীল বিষাদের  নদী তল নাই কূল নাই দিনমান
নক্ষত্রের নিচে অন্ধকারে ব্যথা আর হাহাকার জ্যোৎস্না রাতের মাতম
নিষ্কৃতি চাই নীল চোখের ভিতর শব্দরূপ ভারী কষ্ট খুটিনাটি দুঃখবোধ
সমস্যায়
শরীরে-শরীরে রোদ-পলাশের স্বপ্ন,অসময়ের গান ভোরের ভাঁজে
শীত ঘুম মৃগীচোখে
আবছায়ার ওপার থেকে ব্যর্থ মহাকাব্যের হাহাকার আকাশ-নীলার
বুকে
জিইয়ে রাখা শতাব্দীর সূর্য পাংশুটে চোখে খিঁচুনি কাটে
সর্বত্রই কুঁচেদের শৃঙ্গার, ক্ষয়িষ্ণু রেটিনা থমকে যায় ফুটপাতে
জ্ঞানশূণ্য নিষেকের অবাঞ্ছিত খঁচিত মৃতদেহ জমা হতে থাকে
জীবন্ত মৃতদেহগুলো হাতে মহাকাল জলের মতোই নোংরা
বিস্ফারিত চোখে আদিম পৈশাচিক তান্ডব শূণ্য থেকে মহাশূণ্যে
বিশ্বচরাচরের মায়াজালেই জাগতিক তোলপাড় বুভুক্ষু তীক্ষ্ণ ফলায়
আকাশের নিঃসৃত ঘাম ভৌম জল শুষে নেয় দিগন্তের অন্তিম নিঃশ্বাস
শ্মশানের নিস্তব্ধতা নিরবে, নিভৃত ধুঁকতে থাকে দুরন্ত মহাকালে
নিষ্কৃতি চাই আমাদের আকাশের অন্ধকার বর্ষনে আমার
বোধগম্যহীনতা থেকে
নিষ্কৃতি চাই মৌলিক দুঃখবোধসমুহ  জলের নীলে জলের অতলে
গচ্ছিত রেখে
কিছুতেই তোমার মনটা বুঝতে না পারা আমার নক্ষত্রসম বিন্দু বৃত্ত
হতে   ...
         -স্বপ্নময় স্বপন©