আমার কাছেই আমি অচেনা, আমার আমি চিরদিনই ততটাই দূরে
যতটা দূরে  কুসুমিত চাঁদ ডুবে যায় নক্ষত্রের দিগন্তে ডানার বয়স হয়ে
জ্যোৎস্না বৃষ্টি নিয়ে জলকেলী প্রগলভ বালিকার মত অজস্র কবিতার
প্রেমশূন্য মন টোলপড়া উচ্ছ্বল হাসির পালকস্বপ্ন নিয়ে পায় না নোঙর!


বন্ধনহীন শব্দের প্রেমরস বাসন্তি রং মাখা ভালবাসার ক্যানভাস
মোমের আলোতে আবেগের ছদ্মবেশী মায়া মনঃকষ্টের লীলাভূমি
শৈল্পিক সৌন্দর্যের সমুদ্রসম উত্তাল সঙ্গসভ্যতায় রুদ্ধ আমার শ্বাস
সুর্যের হৃদয় থেকে উঠে আসে কাঁকর ও তৃণাঙ্কুর, স্মৃতির আঁকিবুকি


আগুনের শীতল পরশে আমার সীমানাকষ্টের সাথে শিল্পেরচোখে পোড়ে
কালির আঙুলে অনিত্য বৃন্তচ্যুত নীলজ্যোৎস্নার অসংখ্যঅভ্রফুলঅভিমান!
কুন্তলা মৃত্যু শিয়রে সমুত্থিত জলের ভিতর থেকে উঠে আসে,এদৃশ্য চিরন্তন!
কাব্যে নয়,শরীরে নয়,স্বপ্ন শব্দের মুক্তি একাকিত্বে মৃত্যুর চোখে চোখ রেখে।
    -স্বপ্নময় স্বপন©