মানুষ জানে জলের নিচে আকাশ কতখানি বেদনাময়
তবুও চৈত্রের খাঁ খাঁ রৌদ্রের মতো হাসে মানুষের পেট
সবুজের গা জুড়ে খেটে খাওয়া পোড় খাওয়া মানুষ আছে
যারা জন্ম দিয়েছে সবুজকে,জন্ম দিয়েছে এই জনপদ
অথচ এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কীট, রক্ত পিপাসু দানব
তবু  হেসে উঠে ফাল্গুন আনন্দের ফল্গুধারায়,শিশুরাও জানে।


পাথুরে মূর্তির মতো আমার সকল যাত্রাপথ স্থির আঁধারে
চেনা হলো না এই জনপদ, এখনো হারিয়ে ফেলি পথ
ভাঙ্গা ন্যুব্জ ঘরে শুয়ে দেখি আকাশ বারবার চুমু খায় জনপদ
মানুষের চারপাশে শুধু বিশাল জল আর জলরাশি
বহুদূর সূর্য্য তবু নির্ভরতা একা একা পথের কিনারে
চারিদিকে পাতা ফাঁদ তবু নীল জলে ছুঁয়ে যায় শরমী চাঁদ


বিয়োগেও আনন্দ আছে ,আছে সুখ, আছে অজানা ইতিহাস
জীবনের সমস্ত ঘটনাগুলোর সাথে বৃষ্টি সম্পর্কিত, জানা নেই কেন
সাগরের গভীর থেকেনিঃসীম বেগের অজানা হাওয়ায় ঝরে পড়া
বৃষ্টিতে
ক্ষয়ে যাওয়া শ্রমিকআরপণ্যের ক্রমাগত দূরে সরার করুণআর্তিআছে
শ্রমওঘামের আহাজারি পুষ্টিহীন রোগাক্রান্তজনপদের অভাবের
সংসারে
একদিন ঠিকই তুলে দেব শ্রেণী-সংগ্রামের বীজ আমার বাংলাদেশের
হাতে।
-স্বপ্নময় স্বপন©