জীবনের অর্থ খুঁজতে খুঁজতে  কমে গেছে আয়ুর দাম
সভ্যতার ভিতরটায় ছাইভস্ম নিয়ে অসভ্যতার ঘাম
ব্যবধান, চাঁদের নীলাভ রং দুঃসময়ে অন্ধ দু’চোখে ক্ষয়
তফাৎ, দুঃখী শ্রাবণের জল তোমার কাছে এমন কিছু নয়
নাগরিক বিপ্লব সংঘাতে নিগৃহীত সকল চিঠি দুঃখে
অব্যক্ত যন্ত্রণাগুলোর ঢেউয়ের আর্তনাদে পাঁজর মুচড়ে ওঠে
প্রথম ছোঁয়ার বৃষ্টিতে ভেজে আমার কষ্ট তোমার বিষাক্ত ঠোঁটে
যৌবনের অঙ্গার, প্রজন্মের রক্তে জেগে উঠবে অবিশ্বাস
সর্বভুক ক্ষুধায় নিঃশেষ  প্রজন্মের রাত্রিগুলো অপেক্ষায় আছে
ক্ষয়িষ্ণু সূর্যাবয়বের জ্বলন্ত শিখায় অন্ধ দু’চোখ নিদারুন হতাশ
শ্বাসবিদ্ধ অন্ধকারের উপাস্যে উলঙ্গ রাজনীতির শুদ্ধ চালে
তোমার শরীরভেজা দ্বিমগ্নতায় হাত ছুঁলেই ব্যাকুল আগুন
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে বুঝেছি মিলনের নীলে জন্মানো শ্বাসমূল
নির্মম উল্লাসে মৌল ব্যবধানে প্রেমের স্মৃতিচিহ্নে ব্যাপক ভুল
জরায়ুজজমি চায় পুরুষ্ঠ লাঙলের পূর্ণাঙ্গ চাষাবাদ দেহ জুড়ে
একাকী দুর্দান্ত নিঃসঙ্গতার বরষনে নষ্ট বীজের ধুলো উড়ে
দিনগুলো রাত্রি নামায় কুনিশাচর ধ্যানের নিয়মে
শূন্য বুকে দগ্ধ ক্রোধ অসমতার জীবন যাপনে
তোমার আমার নীল দশকের মত-অমতের জোট
দহন দাহে তোমার আদরে, আমার আঁধার পেয়েছে হোঁচট।