আজ স্বপ্নের সিঁড়িতে প্রেমের তিক্ত অধ্যায় রিক্ত জীবন, সিক্ত নয়ন
বাহুতে, রোমশ শরীরে তিক্ত প্রণয়ী বৃত্ত থেকে বিন্দুতে রক্তাক্ত হৃদয়
ওফেলিয়ার মঙ্গলধ্বণি হৃদয়ের পুরোটা মুখে পুরে নিল প্রচণ্ড দাপটে
তপ্তশ্বাস মত্যুভয় নগ্ন হিংস্র মেঘ শোণিতের লিখিত ঘাম পলকরহিত
জীবন-সায়ান্নের হালখাতা নশ্বর পৃথিবীতে স্বর্গের ছোঁয়া পেতে আকুল


নিজের অস্তিত্ব নীলকণ্ঠীরমতো যন্ত্রণাক্লিষ্ট;দেহ-মনেসারাজীবনেরব্যাথা
সময়ের অকপট চিত্ররূপে বিস্ময়ে জানান দেয় এসেছি ভুল ঠিকানায়
সদ্য জন্ম নেয়া সূর্যের নরম প্রলেপ আমার যন্ত্রণার আঁধারে হারায়
নিজ ব্যর্থতার স্পর্শ সহজ,হৃদকষ্ট দিয়ে হৃদয়ের কষ্ট ছোঁয়া সহজ না
হত্যা সহজ,জীবন সহজ,শুদ্ধতম বুকের কষ্ট ওষ্ঠে পোষা সহজ না


স্মৃতির সঙ্গে পাঞ্জা লড়ে বৃষ্টি পাঠাই দহন ছুঁড়ে স্থানুব সুনীলে
অভিমান ঘষে ঘষে স্তব্ধ নিরুচ্চারিত লোনা পরাগে ঝর্ণার জন্মবিভাব
শব্দের শ্রুতি ক্ষোভ আমি  আঁচড়ে ডাকি ঘুমজাগানিয়া সূক্ষ্ণ আঁকড়ে
রাতের উষ্ণ স্তনের মখমলে পোড়াচ্ছি কারুবাকী এ জন্মের উপাচারে
জীবনের আত্মকরুণায় কালো ভৈরবের তালুবন্দী তন্দ্রাহত চান্দ্রকোষ।
                                                             -স্বপ্নময় স্বপন©