সময়ের ঘন অন্ধকার আমার রক্তপ্রবাহের ভেতর শিল্পিত মনের
অলৌকিক নির্মাণ
নির্ঝর জলের জীবনে অনিবার্য বাতাস সংশয়ের মহাঋণ  নিয়ে ক্কচিৎ
বাষ্পে ভরপুর
আমার ভেতর নবজন্মের অঙ্গীকার ভুলশহরের নির্ভেজাল প্রেমের
নীলাঞ্জয়ী সংসারে
বনার খালি গহ্বরে আমার বেহিসেবী কমার ছত্রাকরঞ্জিত এপিটাফ;
নারীজন্ম বহুদূর
তোমার নিজস্ব ফুলের স্নিগ্ধতা আজ ম্লান গলে পড়া সমাধির থির
চোখের সারি দেখে
জীবনখোদিত দেয়ালে নিভন্ত সূর্যের সঙ্গমস্মৃতি তোমাকে লেখা
অনিবার্য দাড়ির ভেতর
বিস্মৃত আপ্লুত প্রেমের কবরখানার না বলা কথামালা অপূর্ণ হৃদয়ের
অলৌকিক অর্জন
পৃথিবীর বুকে বেঁচে থাকা অসম্ভব যন্ত্রণার রক্তনদীতে ভাসমান
মানুষের ছন্নছাড়া জীবন


আমি কবি নই,কবিতার অবয়বে আমি চলি না।আমারধবনি, শব্দবান্ধবেরা.আজও অলীক
জন্মের অঙ্গীকার নিয়ে ছন্নছুট হৃদস্পন্দন প্রেমের ভেতর বিপন্ন
ভঙ্গিতে  চেয়ে থাকে জীবনশালিক
মৃত্যু প্রহেলিকার বিষ্ণুবৃক্ষ দেখতে পাই সীমাহীন আঁধারের সংবেদনশীল  অস্থিমজ্জ্বায়
বেহিসেবী ভালবাসার দূর-অন্ধকার আকাশে জ্বলজ্বলে লুব্ধক
তাকিয়ে দেখে মৃত্যুহীন জীবন।
মৃত্যুহীন প্রাণের বেঁচে থাকা অনন্তকাল মধ্যরাতের দুঃস্বপ্নের মতন
স্পর্শতার নিবিড় আকর্ষণের অন্তরালে আজন্মকর্কশতানিয়েঅভিমানী
রগের যন্ত্রণা
নিজের মত করেই শব্দরা জল ছুঁয়ে ছুঁয়েযে যার মত থাকে বেঁচে
একার নিঃসঙ্গ তৃতীয় ডানা উড়ে চলেছে  স্বয়ম্ভূ ও একা…
                                                               -স্বপ্নময় স্বপন©