জলেরফোঁটায় পতনের ধ্বনি ভেসেযায় নীলাভসমুদ্রের রক্তস্রোতে
আনকোড়া স্নায়ুমুখ স্থানাঙ্ক ছুঁয়ে যাবে শ্বাসরুদ্ধ স্মৃতির নাভিকেন্দ্র
পিঙ্গল মাটি খামচে  সহজিয়া আনমন আকাশের  অভিমানী নিদ্রা


শরীরী জ্যামিতিক ব্যাসার্ধের বয়স বাড়ছে বৃত্তের শিকড়-বাকড়ে ডুবে
সফেন গন্ধে বসন্ততিলক খোঁজে বাজিকর অক্ষরেখার বিম্ববতীওষ্ঠে
অপেক্ষার ভিতর উদভিন্ন গার্হস্থ্য খুঁড়িয়ে হাঁটে দহনতপ্ত মহোরকুঞ্জে


নেশাতুর ঠোঁটের চুমুতে পুড়ে যাচ্ছে  বেগুনী আকাশের জলছাপ
আয়ুর ব্যসার্ধ ছিঁড়ে উঠে আসা বিষন্নতা জুড়েযাচ্ছে নাভিরপরিখায়
রক্তিম হুতাশনে ভাবের  চন্দন জঙ্ঘা ব্যস্ততার প্রান্ত ছুঁয়ে  দীপান্তর


মদিরা  জোৎস্নার ছায়াপুঞ্জ চুমুতে উপচে যায় মেঘের তেপান্তর
চোখের গোধূলি  জলছাপ নির্মোহ জড়ানো  থাকে  স্নায়ুরেখায়
ভাবীকালের করোটিতে অস্তরাগ শব্দ-অরণ্যের অকাল বোধনে।
                                                                   -স্বপ্নময় স্বপন©