কোনটা বেশী যন্ত্রণার জীবনের অভাববোধ!  নাকি সৃষ্টির আনন্দ!
তীব্র অনীহার স্নায়ুচাপ নাকি সৃষ্টির থেকে দূরে যাওয়ার অনিবার্যতা!
অনবদ্য সামাজিক যাপনে ভালোবাসার নারীদের প্রহসনে জীবন সঁপে
সারাটা জীবন কাটলো শারীরিক ও মানসিক দোলাচলে মায়াবিষ্ট হয়ে


পরম স্নেহে পাঁচফুটের সামান্যবেশী ক্ষুদ্রকায় একমানুষ বসবাস করে
যন্ত্রণার উৎস রেখাগুলোর পাশাপাশি সামাজিক হাস্যস্পদ বস্তু হয়ে
শরীরওসামাজিক অনুষঙ্গ দাপটে আচ্ছাদিত করে অনুভূতির আকাশ
রঙের বিন্যাস অনায়াসে প্রকট হয়ে ওঠে মায়া আবিষ্ট হয়ে অবসাদে


সাবলীল অতৃপ্তির ইতিহাস স্বীকৃতি দেয় নতুন দিগন্তে সৃষ্টির খোঁজ
অবধারিত বিষণ্ণতার ছোবলে প্রকট হয়ে ওঠে মৃত্যুর অসংলগ্নতা
ভারসাম্যহীন শিল্পের  ভণিতাবর্জিত যাপনের নিত্যসঙ্গতার সাক্ষী
বেখেয়ালীপনায়সারাজীবন ঘাড়গুঁজে তুখোড়ক্ষতিগ্রস্তএক বেঁচে থাকা
-স্বপ্নময় স্বপন©