আমি আমার নিজের সঙ্গে থাকতে চাই
কবি হওয়া যায় না কোনো নির্দিষ্ট সূচিতে
শঙ্খচিল কিংবা ঘাস হবো বা হাঁস হবো
আমাকে ফিরিয়ে নে’ আমার সময়ে
যা ঘটেনি এবং যা ঘটতে পারত
কবিতার সঙ্গে আকাশে-আকাশে
সবুজ নিস্তব্ধতা নিরবচ্ছিন্ন নীরবতা
যেখানে সব রং  আছে মৃত্যুচিন্তায়
সূর্যের মুখে ধূসর একটি লাইনের মধ্যে
আমাকে থাকতে দে’ আমার সঙ্গে
জীবন মৃত্যু শ্বাসতরঙ্গে  নিজের ইচ্ছে
আমি আমার নিজের সঙ্গে থাকতে চাই...
                                               -স্বপ্নময় স্বপন©