মানুষ দেখো, মানুষ শোন
শানিত ও তীক্ষ্ণ, নজর ও কন্ঠ
বন্য মোষ, সাপ ও শার্দুল
চোখে পড়ে চড়া রঙ
নিজস্ব দ্যুতি কম
পণ্যায়ন, ভোগ, ধর্ষণ
সমাজের ভাষাশব্দে “রূপায়ণ”
ধূম ও আগুন, ললাটে ধাঁধার শাসন
নেশা ঘোর হাওয়ায় রক্তে রক্তে ভাসবো
অনিয়মের শষ্যদানা নামাই শব্দবন্ধে
জৈবনিক নৈতিকতার সীমারেখা নাই আবেগের
আমার অবয়ব আত্মার গন্ধ খোঁজে সঙ্গমকালীন বৃশ্চিকের মৃত্যুতে
বিষাদ ও শূন্যতাবোধের শৈলীতে শিল্প নেই আঁধার কিম্বা আলোকের
ধুতুরার বিষে নীল নিজেদের গতি এবং মধ্যবর্তী দূরত্ব
মানুষের নৈঃসঙ্গ পায় না আশ্বাস বেঁচে থাকা কতটা শোভনীয়
নিলীমায় বিষণ্ণ সুর গন্তব্যে নূহের প্লাবণ, চশমায় মৃত ঘামবিন্দু
অন্ধকারে জলের সহাসঅধর পৃথক পালঙ্ক টানে ব্যক্তিগত যতিচিহ্ন ..
অথচ বোকা ছেলেটির চোখে আঁকা ছিল এক আশ্চর্য স্বচ্ছ আলো ...
                                                                     -স্বপ্নময় স্বপন©