আজীবন বিদ্রোহী বিপস্নবী তন্ময় বালক বৃষ্টির ধারাযন্ত্রে
অন্যমনস্কভাবে তৈরী করে অক্ষর ঐন্দ্রজালিকের মতো
আর্ত শব্দাবলীর অবসন্ন চৈতন্যে শৃঙ্খলিত মহাকাল
স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মিলনসাধনা স্নায়ুতন্ত্রীর কান্নায় সমর্পিত
প্রার্থনার কাম্যে নক্ষত্রের আলো রাতের গভীর যামে আত্মসংস্থিত
নিরালোকে দিব্যরথ হেঁটে যায় শবাধারের উৎস মুখে
কলঙ্কিত পৃষ্ঠাগুলোর সামনে যুগযুগামেত্মর সাক্ষ্য
রক্তাক্ত পৃথ্বি নতুন বোধের বধ্যভূমি…
                                            -স্বপ্নময় স্বপন©