অপেক্ষার প্রহর একচিলতে রোদে ছায়া খোঁজে সূর্য ডুবে গেলে
চাঁদের আলোয় চল সখি কুঞ্জবনে মোহময় ফাঁদ পেতে
সে আলোয় ভিজি আমার প্রাঙ্গণে ক্লান্ত অশ্বথের নীচে
রোদ কুড়ানো পাপ জেনে যৌবন ছুঁয়ে ঘুমে যায় বিশ্বাসের নির্যাস
চোখের সীমানায় ঢেউ ভেঙে দেয় তোমার প্রতিবিম্বের টুকরো কাঁচ
চৈত্রে পোড়া  নিয়তির আঁধার আমাকে রক্তাক্ত করে যুগল দুঃখ নিয়ে
চন্দ্রাবলী অনুভূতির নীল নদে সিঁড়ি ভেঙ্গে হৃদয় পুড়ে পুড়ে অঙ্গার
মাতাল রোমন্থনেঠোঁটেরপরতেপরতেপাপ,ভালোবাসার জীবাশ্মবিসর্জন
                                                             -স্বপ্নময় স্বপন©