সুন্দরের করুণা থেকে আমি বঞ্চিত হয়েছি কালো অক্ষরে
অবিরাম দুঃস্বপ্ন বৃষ্টি বিরহে অষ্ট-প্রহর চোখের আঁজলায় জল তোলে
আমার অনন্ত চোখ তরুনীর চোখ চায়
চৈতন্যের শয়তান পড়ে থাকে বোধের আঙিনায়
দু’আনার অন্ধকার জলোচ্ছ্বাসে উদ্বাস্তু শতাব্দীর নন্দন নি:শ্বাস
জিয়ূসের আদিম ঝড় ছুঁয়ে যায় সময়ের প্রান্ত  ভালবাসার উত্তাল ঢেউয়ে
নীলাভ মেঘের মন্থনে মথিত হয়  নান্দনিকতার পদচিহ্ন
সমুদ্র শয়ানে সোনালী রঙ ভালবাসাঐশ্বরিক অমৃতের স্বাদ নেয়
পথের অলক্ষে বীতশ্রদ্ধপ্রাণ আছড়েপড়েতন্দ্রাহতশহরেপূর্ণতারআকুতিতে
একাকী দিগন্তে ওড়ে ধুলোমলিন ভস্মাধার,আগুনে জ্বলে অন্যপুরাণ
                                                                    -স্বপ্নময় স্বপন©