রাজস্ব ধূলায় বিষাক্ত লতাবীজ
রোদ্দুরের মধ্যে অন্ধকার গিলে পৃথিবী
মৃত পৃথিবীর জন্য
আহ! কি কষ্ট সহস্র সময় ধারণের জন্য
হায়! ঝড় আসবে ঝড়।
ভেঙ্গে পড়বে পৈশাচিক লোভের আর্তনাদ
প্রতি রোমকূপে কলঙ্কের আরশ নিশ্চয়ই থাকবে না
রক্তে জমাট ক্রোধ উতলা অসংখ্য চুমুর দাহকালে
এলোমেলো মেঘ যন্ত্রনার শেকড় হৃদয় পাথর
নিরবতার ব্যবধান  শ্বাস ও পাঁজরের দুরত্বে
এক আত্মা বহুসত্ত্বা  আদি থেকে অন্ত ঘুর্নিপাকে চলমান
ক্ষুধার্ত  ধ্বংসস্তুপে স্বপ্নআকাশ বিচরণ অবাক বিস্ময়ে
খঙাচায় বিশ্বপ্রকৃতির অভূক্ত মানুষের প্রত্যাখ্যাত পৃথিবীতে
পড়ে থাকে দীর্ঘ পথ...
স্বপ্নময় স্বপন©