পেন্সিলে অভিমান ধূঁপছায়া রঙ এক অকালে
জন্মান্ধ আয়নায় জীবনঘড়ি'র পরতে পরতে
আরণ্যক বর্বরতার নিরাভরণ ওষ্ঠে আষ্টেপৃষ্ঠে বাঁধা
ডানা মুড়ে থাকা শব্দগুলো  স্পর্শকাতর ঠোঁটের মতো
পতনোন্মুখ শরীরে ঢুকিয়ে দেয় সুবর্ণময় জিভ
একজনের কাছে শিখেছিলাম কী কী ভালোবাসা উচিত
স্বপ্ন কিভাবে নিশ্বাস নেয় নিরন্তরপরানগহীনে মধ্যরাত্রে
মহাকালের চোখের মায়াবী ব্যাকরণে শ্রাবণধারায়
স্বপ্নাতুর মেঘবৃষ্টিতে খুঁজে বেড়াই তোমায়
দৃষ্টিনন্দিতকবিতারপঙ্ক্তিকেআমি সৃষ্টি করেছিশূন্যতার সমার্থকরূপে
অন্ধকার আর আলোকেআকাশের ছান্দসিকআঙ্গুলে জমাকরি
ব্যাক্তিগত ব্যাথাবেদনা
কথামালা পেয়ালা বদলাবে প্রতীক্ষার তৃষ্ণা পাবে জীবনযাপন শ্লাঘনীয়
জীবনের মধ্যপর্বে আমি দাঁড়িয়েদেখি বেঁচে থাকা ক্লান্তিকর
মানুষের আয়ু কেবলি সম্ভাবনা...
                                  -স্বপ্নময় স্বপন©