যৌবন জানে না কেন অবিরাম বৃষ্টিজলের মতো ঝরে গভীর চুমো
ধূসর স্বর্গের কবোষ্ণ  ঠোঁটগুলো  উচ্চারণ করে পৌরাণিক উপমা
স্বগতোক্তির প্রকৌশলে আমার নৈশব্দের শিরায় প্লাবিতকরে অধোগত
স্মৃতির স্বপ্ন
আমার ক্লেদাচ্ছন্ন প্রতিচ্ছবির অবগুন্ঠনেকবিতার শরীরপোড়েপ্রমিথিউসের
আগুনে
বর্ষণোন্মুখ আঁখিতে বর্ষণহীন মেঘ জমে থাকে চন্দ্রাহত মধ্যরাতে
মানবীর ঠোঁট রঞ্জিত হয় জ্যোৎস্না-ধোয়া  আধাঁরের রংয়ে,
অলিখিত ইতিহাস সংবিধানের দ্রাঘিমায় ভিড় করে  সুর্যের শঠতায়
ছায়াপথের নোনাজলে প্রিয়তমার প্রতিবিম্বের বাকরুদ্ধ আর্তনাদ
বোধ ও ব্যধির বোঝাপড়ায় জীবন্ত নরকে আসমুদ্রহীমাচল বিষাদানল
যাতনা
বৃস্টিবিরল শূন্যতায় জীবনের বার্তা অব্যক্তআবেগ ব্যক্ত করে
ধীর-লয়ে হৃদয়ের একমাত্র শব্দ মৃত্যু...
                                         -স্বপ্নময় স্বপন©