জীবনের সারকথা
শূন্য হাতে অভাবের সঙ্গে অভিযোজন
তৃষ্ণায় নেশাগ্রস্ত
মধ্যরাতে বিচিত্র নেশা কণ্ঠনালিতে জমায় নিকোটিন।
স্বপ্নাচ্ছন্ন বিমূঢ়তা
থিতু হয়ে থাকে হৃদয়ের পার্থেননে
অজানা গন্তব্যে
জলের ওপর দিয়ে হেঁটে যায় অভিমান ও আত্মপ্রত্যাহৃতবোধ
আটপৌরে ও প্রথাবদ্ধ মানুষ
আরব্ধ প্রথার প্রবক্তা জন্ম দেয় সরলরৈখিক নৈরাত্ম্যবোধ
মর্ম ও রীতি
ভিন্নরূপ আদ্রঠোঁটে চকিতভ্রমে নিজগৃহকোণে মৃত
দ্বিতীয়দর্পনে প্রাজ্ঞবিপ্লব
দিনশেষে বিষদাঁত ভেঙে অসহায় দক্ষিণের বাতাসে
বিব্রত-শ্বাসরোধি
সুপ্তকাঙ্খা শোকার্ত চোখ রাখে পশ্চাত ব্যাকুলতায়
ব্যর্থজীবন বর্ণিত হবার লোভে ধূলির নগরে অভিযুক্ত যাযাবর নিয়েছে
স্বেচ্ছা নির্বাসন!
         -স্বপ্নময় স্বপন©