মন্থন উত্থিত কালকূট বিষে সধূম অগ্নিসম ব্যাপ্ত জগৎ
সময়ের সঙ্গে  পৌরানিক  চেহারা বদলে পার্থিব সম্পদেরমালিকানার
লড়াই আজ নিজস্ব অভিজ্ঞতার ভূমিতে হুঙ্কার ক'রে উঠছে
নতুন জীবাণু প্রতিস্থাপিত হয় অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয়ে
সূর্যতামসী রাত্রির ব্যথা সয়ে মানুষের মৃত্যুতে  নিত্য দিকদর্শিন


মৃত্যু স্বপ্ন সংকল্প নক্ষত্রপথের অন্তঃশূণ্যে অন্ধ
নিঃস্বত্ব সূর্যকে  দখলে নেয়  অদ্ভুত আঁধার এক
মোহাবিষ্ট বিষাদ বিকিরণে  রাত্রির নিগূঢ় চোখে উন্মুখ
রাত্রির রঙ কণ্ঠস্বরে বিচ্ছুরিত ক'রে উপেক্ষার কলরোল
ঘুমের খুব কাছে  মৃত্যু,নেপথ্যঅন্ধকারে ভুল জন্মের পুলক!


স্মৃতি অঙ্গার পাপে অন্তিম ক্ষালিত আকাশে
অগ্নিশিল্প জাগে  জীবন হারিয়ে যায় গৃহবলিভুকদের রক্তে
পিপাসার্ত পাখির অন্তিমশরীরিণী মোমের মতন


আধেকলীন হৃদয়ে ঘুমন্ত দাঁড়ালে স্মৃতি বিমূঢ় মানুষ দেখে
মৃত্তিকা অদ্ভুত বন্ধ্যা হলে কবিতা পুষ্ট হয় শুদ্ধ কস্তুরী সুবাসে
নির্দোষ ক্ষত আর ক্ষতি নিয়ে আমার জীবন,কবুতর নির্ভুল জানে


যে জলে অগ্ন্যুৎসব স্বপ্নে অংকুরিত যুগল-স্নানে
অন্তরের আরতি ঘৃতাহুতিতে অভিভূত!
                                    -স্বপ্নময় স্বপন©