করেছি মৃত্যুরে অবহেলা
বাঁক বদলের বাক্ শূন্য ঘুমে
অন্ধের তরঙ্গে সভ্যতার মৃৎপাত্রগুলি
দুর্নিবার স্বপ্ন মত্ত
রক্তাক্ত শূন্যতাকে চন্দ্রকেতুগড় আদরে জড়ায়
ইতিহাস পুনর্লিখনের বিপন্ন রাত্রি
চক্ষুহীন নিঃস্বতার ভাঙনে ঠোঁটের বিভাষা বিসর্জন
স্তব্ধ পৃথিবীর সৌন্দর্যভার বিপন্ন জন্মান্ধ কান্নায়
বাতাসের শ্বাসরোধী ঘ্রাণ অনর্গল শিস মারে স্নায়ুর গভীরে
অভিশপ্ত মৃত নক্ষত্রের কঙ্কাল নীল স্রোতের গভীর দ্রবণে
দৃষ্টিহীন কক্ষপথ ছিঁড়ে মহাকালকে পাঠায়  চিরনির্বাসনে
সমুদ্রগর্ভে সর্বনাশা অভ্রলেহী উদ্ধত আকুল
অন্তহীন মহাশূন্য ঘিরে জেগে থাকে মৃত্যুহীন বন্দর
উল্কার স্তবকে আকণ্ঠ তন্দ্রা উন্মাদের নৃত্যভঙ্গিমায়
প্রেম শেষ হ’লে আমি শুধু ধমনীর সুপ্ত নাভিমূলে
খুঁড়ে চলি মৃত্যুসম অন্ধকারে অদৃশ্য পাথর গাঁথা
মৃত্যুর কবর!
     -স্বপ্নময় স্বপন©