টুকরো কবিতা ও গান
জীবন থেকে কেটে নেয়া ফ্রেম
মৃদু সঞ্চারণের পাশে বিকেলের বয়ে চলা
রোদেলা নয়, বরং জোছনার মত স্নিগ্ধ
সময় বড্ড নিষ্ঠুর বিন্দুমাত্র ছাড় দেয় না
আমার একটা কৈশোর ছিল, মুদ্রার উল্টোপিঠের মতো
অগুরুত্বপূর্ণ মহাকালের মাঝে !
আমিও তো বুড়ো হব!  এই অনুভূতি কষ্টের!
যাপিত জীবনের হতাশা বেদনা অসহায়ত্ব
মৃত্যু কান্নায় অশ্রুসজল !


স্রষ্টার ইচ্ছায়, বিন্দু বিন্দু হয়ে নুয়ে পড়ি আমি মৃত্যুর ডানার নিচে
বসন্তরাতে বর্ষার আনন্দস্মৃতি স্বর্গ থেকে ঝরে পড়ে ছায়া অনুকারে
আত্মার অশ্রুমেঘ!
নিশীথের মধ্যে সিক্ত হয়ে যায় হৃদয় উত্তাপ,ভালো বর্ষায়
একাকী আমি কাঁদি, মৃত্তিকার আর মেঘের প্রণয়ে,ফুলওবৃরেরভাবে
নষ্ট লগ্নে নীল নীল প্রণয়ের দারুণ আকালে স্বপ্নস্তূতির মধ্য সীমানায়
বোধের অধোমুখি বেগুনি হোমাগ্নি করে পুণ্যপূর্ণ প্রাতিস্বিকের জন্যে
কথাকীর্তনের রাতে নক্ষত্র  ক্রমাগত সরে যায় নম্র জলের প্রত্যাশায়
ব্যাকুলভাদ্রে অন্ধভাগ্য জ্যামিতির প্রতিপাদ্য,আত্মমগ্নতার দ্রোহ নিয়ে শূণ্যে ভেসে
মাতাল আত্মা হবে  নমিত!
                      -স্বপ্নময় স্বপন©