একাকী মানুষ উন্মুল জীবনে শিখেছে জটিল জল্পনা
জলের সারল্যে বুর্জোয়াস্বভাবের অবিরাম অর্থহীনপ্রতিশ্রুতি
শব্দের যৌবন জলজ বৃত্তের গোপন ভাঁজে ফেরারী আসামী
নীলমনের ছোঁয়ায় ধূলোওড়াওড়ি,রাতের আঁচলে আমিও ঈশ্বরমুখোমুখি
দেহের প্রতিভা নগ্ন, ঠোঁট ও পালক অসম্পূর্ণ বৃত্ত
উর্ব্বশী যৌবনে শব্দের অসম সঙ্গম প্রহৃত জলে বৃষ্টি অনাচার
রঙধনু ছুঁয়ে ক্রমাগত জলের কাঁপনে অণুর স্বভাবে স্বপ্ন ব্যভিচার
ভাঙ্গনের আনন্দে বেভুল মানুষ রমণী ভেঙেছে নিয়নে মজেছে
ক্রন্দনহীন বেগ ও বিস্তার, গুঢ় অভিমানে গাঢ় স্মৃতি
প্রকৃতি অভেদ দর্পণ নই আমি, স্বপ্নের নেশায় জলের বিভঙ্গে খুঁজি
ত্রিবিভঙ্গ নারী অঙ্গ, ব্যাপ্ত মেঘে  মগ্ন জল  দিগন্ত ব্যথিয়ে স্বপ্ন অভিসারী
মন্দ্রিত সঙ্গীতের সংকীর্তন ধ্বনি নির্বাক অবনত মৃত্যুর দুয়ারে
হৃদয়দুষণ অনুভবে রঙআধোঅন্ধকারে লিখেযায় নীলাভসন্ধ্যারমহাকাল
সমাজতন্ত্র সুপ্ত স্বপ্ন আদমের মন সম্বালহীন ঢেউজল!
আমার সমস্ত অনুভূতি ছুঁয়ে বৃষ্টিভেজা মেঘের স্বপ্নবাদী আবেশ
স্বাধীন ইচ্ছায় হৃদয়ের ডানা আকাশকে পরাধীন করে প্রাচীন সংস্কারে
শূন্য সময়ে গোধূলির সীমারেখা নিঃসঙ্গতার নিগুঢ় বিন্যাসে লুপ্ত
শব্দের কিনারে দেহের পূরাণ জল ঠোঁটে স্পর্শের বাইরে...
                                                            -স্বপ্নময় স্বপন©