অসীম প্রেমের ঘোর থেকে জন্ম হয় কবিতার
জলডোবা শামুক তোমার শুদ্ধ আগুন পেতে
অশ্রুগ্রন্থিতে বাতিল প্রেম পোষে
হৃদয় ছুঁয়ে শ্বেত জোছনা উচ্ছৃঙ্খলতায় মাতে
চোখের চোখে তিয়াসা বাড়ে, ক্লান্ত বৃষ্টির হাঁটু জলে
শ্লীল-অশ্লীল কামনার সোচ্চার নীলপদ্ম  হাতে
সকাল বিকেল  অন্তরালে চারুলতার ভরাট খাতা
অপ্রেমের লেহন
তুমি পানি প্রেমের বারুদে
ব্যর্থ না বঞ্চিত?   নখস্পর্শে
আকৈশোর  অন্ধকার!
বিলীনপ্রায় স্মৃতি মাছির মতো জ্বালাতন করে
ছায়াপ্রান্তরে
অবলুপ্ত ঘোড়দৌড়ের মোহের মতো
রোমাঞ্চ স্তব্ধ
ভালোবাসা আমার ধর্ম, না প্রদাহ, না প্রলেপ
কবিতার বই জায়গা নেয় উদ্যানশিল্প এবং রন্ধনশিল্পের মধ্যে
কলম কাঁপে ঘামে ভেজা হাতে
হায়েনা অন্তত জানে প্রতীক্ষার মানে
কণ্ঠস্বর হারালে সবকিছুই হারাবে
এখন দ্যাখো
রঙের কোথাও বদল হয়নি
অবিশ্রান্ত ফোয়ারাজল, অনিন্দ্য পাতাবাহার নুয়ে আছে
প্রান্তরের পূর্ণতা ফুলে-ফুলে ভরা
আমার শৈশব অব্যয়িত সেইখানে
বিস্মরণের উলটোদিকে নিখাদ কবিত্বের
দগদগে স্মরণ
কবিকে ভুলে যাওয়া শেখানোর কিছু নেই
আস্তিনের কোণে অনাকাঙিক্ষত ব্যথার জঙ্গম-ঘূর্ণি
নিষ্কৃতি পানশালায়......।
                   -স্বপ্নময় স্বপন©