পতন ও প্রার্থনার মূক ছায়াপথে আমি
নিঃসঙ্গ অনাহারী
ছিঁড়ে গেছে কণ্ঠনালী চোখে অসংখ্য ধূলিস্তর
আমার  ছায়াপথ ঘোর অন্ধকার অভ্যন্তরে কলঙ্ক!
সময়ের চক্ষুহীন দৃষ্টি সমাধিস্থ আত্মার কৃষ্ণ গহ্বরে
চৌচির রাজটীকা
জল-শব্দে নিষ্পাপ বেদনা মন্বন্তরের ব্যথা
জলের রেখা বৃন্তনাভি মন্থনে অভ্যস্ত অন্ধকারের ঠোঁটে
রোদের গন্ধে মৃত্যুক্ষুধা, যেন আমিই ছিলাম মর্ম উদ্ধারে
দুঃখ ইত্যাদি নীলের দৃশ্যে উড়ে যায় শ্রাবণ রাতে
বুকে বিষ নিয়ে শ্বেতপদ্ম হলাহল  মৌন অবতলে পৃথিবী মুখর
মৃত্যুর হাড়ে–পাঁজরে...
                  -স্বপ্নময় স্বপন©